দেশের মানুষ 'আয়না ঘর' থেকে মুক্তি পেয়েছে : শাহজাদা মিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও সুপরিকল্পনার কারণেই আজ দেশের মানুষ স্বঘোষিত “আয়না ঘর” থেকে মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক শাহাজাদা মিয়া।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহাজাদা মিয়া আরও বলেন, "পতিত সরকার দীর্ঘদিন ধরে জাতিকে এক ধরণের কৃত্রিম বাস্তবতায় আবদ্ধ রেখেছিল। গণতন্ত্রের নামে কর্তৃত্ববাদ, উন্নয়নের নামে লুটপাট, গুম-খুনের মাধ্যমে দেশকে একটি 'আয়না ঘরে' রূপান্তর করেছিল। তারেক রহমানের নেতৃত্বে সেই ঘর ভেঙে দেওয়া হয়েছে।"
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন— সদরপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বাহালুল মাতুব্বর, সাবেক সহ-সভাপতি মো. বাবুল মুন্সি, শ্রমিক দলের সহ-সভাপতি আসাদুজ্জামান, সাবেক ভিপি মনিরুজ্জামান প্রমুখ।
Comments