Image description

সাতক্ষীরার শ্যামনগরে ট্রাকের ধাক্কায় আবু বক্কর গাজী (৬৫) নামে এক পথচারি নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরে চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বাদঘাটা গ্রামের মৃত. মাদার বক্স গাজীর পুত্র। 

প্রত্যক্ষদর্শী আব্দুল হামিদ জানান প্রয়োজনীয় কাজ শেষে নিজ বাড়িতে যাওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় জরুরীভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) নেওয়ার পথে মৃত্যু হয়। 

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ন কবীর সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এবিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।