Image description

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আলোচিত জুয়েলারি দোকান চুরির ঘটনায় ১০৪ ভরি রূপা ও একটি মোবাইল ফোনসহ এক পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি; মো. শিমুল হোসেন (২৬)। তিনি কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের মো. লাল চাঁদের ছেলে।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর সাভার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালুখালী উপজেলার পাতুরিয়া বিলের মাছের ঘেরের একটি টং ঘর থেকে চোরাই রূপার গহনা ও মোবাইল উদ্ধার করে পুলিশ।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দীন জানান, উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের কার্ত্তিক কুমার পালের মালিকানাধীন “রিত্তিকা জুয়েলার্স” নামের দোকান থেকে গত ১৩ অক্টোবর রাতে চুরি ঘটে। চোরেরা দোকানের টিনের ছাদ ও সিলিংয়ের রড কেটে ভিতরে প্রবেশ করে বিপুল পরিমাণ রূপার গহনা ও একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া মালামালের মধ্যে ছিল; রূপার পায়েল ২০ জোড়া, গলার চেইন ১৫টি, ব্রেসলেট ২০টি, হাতের চুড়ি ১৫ জোড়া, বাজু ৮টি, আংটি ১৬টি, সব মিলিয়ে প্রায় ১৩১ ভরি রূপা ও একটি মোবাইল ফোন, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।

ঘটনার পর অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযানে শিমুল হোসেনকে গ্রেপ্তার করে।

তার স্বীকারোক্তিতে উদ্ধার করা হয় ১০৩ ভরি ৩ আনা ৩ রতি রূপা ও একটি টেকনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, যার মূল্য প্রায় ৩ লাখ ৭২ হাজার টাকা।

ওসি জামাল উদ্দীন আরও জানান, গ্রেপ্তারকৃত শিমুল একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে রবিবার (১৯ অক্টোবর) সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে।