টাঙ্গাইলে ভাসানী প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের দখলবাজির প্রতিবাদে মানববন্ধন

মওলানা ভাসানীর নিজ হাতে প্রতিষ্ঠিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের দখল ও ধ্বংসের পায়তারা বন্ধের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে মওলানা ভাসানী পরিবার, ভক্ত, মুরিদান ও অনুসারীবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, দেশের স্বাধীনতা সংগ্রাম ও গণঅধিকার আন্দোলনের অগ্রদূত মওলানা ভাসানীর নামে প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আজ দখলদারদের হাতে পড়েছে। এসব প্রতিষ্ঠানের সম্পদ রক্ষায় সরকারের হস্তক্ষেপ জরুরি বলে তারা দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, ভাসানীর আদর্শের অনুসারীরা ঐক্যবদ্ধভাবে এসব দখল ও অনিয়মের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।
পরে মওলানা ভাসানীর নাতী ন্যাপ ভাসানীর চেয়ারম্যান হযরত খান ভাসানী,প্রচার সম্পাদক ডা. করিম ও মওলানা ভাসানী স্মৃতি সংঘের ড. ইদ্রিস জেলা প্রশাসকের মাধ্যমে সাংস্কৃতিক মন্ত্রনালয়ে স্মারকলিপি প্রদান করেন।
কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ভাসানী অনুসারী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Comments