Image description

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব ও সাইজুদ্দিন আহামেদের উদ্যোগে সারোয়ার হোসেন আকুলের তত্ত্বাবধানে এলাকায় গড়ে তোলা হয়েছে একটি সুইমিং পুল, যেখানে শিশু-কিশোরদের সাঁতার শেখানো হবে সম্পূর্ণ বিনামূল্যে। শুক্রবার, ২৪ অক্টোবর সকালে কালিয়াকৈর পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাহেবপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এই সুইমিং পুলের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উদ্যোক্তা সারোয়ার হোসেন আকুল, সাবেক কাউন্সিলর ফরহাদ হোসেন, সাবেক কাউন্সিলর শামসুল আলম সরকার, অধ্যাপক এসএম খালেক, পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ সুলাইমান হোসেন, সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও তরুণ সমাজ।

শারীরিক সুস্থতা ও আত্মরক্ষার গুরুত্ব তুলে ধরে ক্লাবের প্রধান উদ্যোক্তা সারোয়ার হোসেন আকুল বলেন, "আমার এক নিকট আত্মীয় নৌকা ভ্রমণের সময় পানিতে ডুবে মারা যান। সম্প্রতি পাশের কার্লসুরিচালা গ্রামে তিন কলেজপড়ুয়া তরুণের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু ঘটে। এসব ঘটনা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তাই আত্মরক্ষার অংশ হিসেবে শিশু ও তরুণদের সাঁতার শেখানো এখন সময়ের দাবি। এই কারণেই আমরা বিনামূল্যে সাঁতার শেখার উদ্যোগ নিয়েছি।"

তিনি আরও বলেন, ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা প্রশিক্ষকের মাধ্যমে প্রতিদিন নিয়মিতভাবে সাঁতার প্রশিক্ষণ পরিচালিত হবে।
এছাড়াও, পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং সারোয়ার হোসেন আকুলের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে "টেপবল বিপিএল–২০২৫" টুর্নামেন্ট। এই উপলক্ষে পূর্ব চান্দরা খেলার মাঠে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মাঠের প্রবেশপথে ভাওয়াল রাজবাড়ির আদলে বাঁশ ও কাপড় দিয়ে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন বিশাল গেট। দর্শকদের জন্য তৈরি করা হয়েছে গ্যালারি, পর্যাপ্ত আলো, গাড়ি পার্কিং ও আধুনিক সুযোগ-সুবিধা।

খেলা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ক্লাবের স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন। আগামী ২৮ অক্টোবর, মঙ্গলবার সকাল থেকে শুরু হবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ও সাবেক তারকা খেলোয়াড়গণ, স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষানুরাগী ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। রাতের খেলাগুলোর জন্য বিশেষ আলোর ব্যবস্থা করা হয়েছে। অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য নিরাপত্তা, থাকা-খাওয়া ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
এই দুটি উদ্যোগ— বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণ ও টেপবল বিপিএল ২০২৫ আয়োজন— পূর্ব চান্দরা এলাকার তরুণদের সামাজিক, ক্রীড়া ও মানবিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।