Image description

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর ফারুয়া ইউনিয়নে মসজিদের পুকুরের পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার ফারুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আনু মিয়া হাজি বাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো; ফারুয়া ইউনিয়নের উত্তর ফারুয়ার আনু মিয়া হাজি বাড়ীর মো: কালু মিয়ার মেয়ে রুবিনা সুলতানা হাবিবা (৭) তার ভাই মো. রাজু মিয়ার মেয়ে সুমাইয়া সুলতানা (৮) ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাহাব্দিনগর এলাকার মো: নাসের উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস (৯)।

নিহতরা সবাই সম্পর্কে চাচাতো ও খালাতো বোন। 

জানা যায়, দুপুরের পর থেকে নিহত সুমাইয়াকে কোথাও দেখতে না পেয়ে খুঁজে থাকেন তার মা। পরে বিকাল ৪টার দিকে তাদের বাড়ীর পাশে মসজিদের পুকুরে সুমাইয়া সুলতানার মা রোখসানা বেগম ৩ বোনকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পুকুর থেকে তাদেরকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতদের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।