Image description

হবিগঞ্জের মাধবপুর থেকে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম। শুক্রবার মধ্যরাতে উপজেলার চুনারুঘাট-মাধবপুর সড়কের পরিত্যক্ত যাত্রী ছাউনির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (২৫ অক্টোবর) র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে চারজন ব্যক্তি বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুজনকে আটক করা হয়, বাকিরা পালিয়ে যায়। পরে আটককৃতদের কাছ থেকে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন —মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মৃত্তিক চা বাগানের মৃত রবি উয়াং এর পুত্র জনক উরাং এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রামগঙ্গা চা বাগানের মৃত কমল ভৌমিকের পুত্র দুলাল ভৌমিক। আটককৃতদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।