Image description

নওগাঁর মান্দায় মাদক সেবনে বাধা দেওয়ার জেরে এক যুবকের ওপর হামলা চালিয়ে স্বর্ণের আংটি, মোবাইল ফোন ও নগদ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় যুবক আব্দুর রউফকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ আগে মান্দা উপজেলার শিশইল গ্রামের হাকিম (৩৭) ও উজ্জ্বল (৩০) আব্দুর রউফের বাগানে মাদক সেবন করছিল। এ সময় আব্দুর রউফ তাদের বাধা দেন। সেই ঘটনার জেরে গতকাল শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় গোপালপুর বাজারের কাছে হাকিম ও উজ্জ্বল ওঁৎ পেতে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা আব্দুর রউফকে বেধড়ক মারধর করে এবং তাঁর কাছে থাকা একটি স্বর্ণের আংটি, মোবাইল ফোন ভাংচুর ও নগদ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযুক্ত হাকিম ও উজ্জ্বল সাথে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি। 

এ বিষয়ে মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান  বলেন, "আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"