Image description

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকা থেকে প্রায় ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার রাত সাড়ে তিনটার দিকে এ অভিযান পুরচালনা করা হয়। 

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জাব্বার আহমেদ জানন, এই অভিযানে ২৫৪ পিস ভারতীয় জর্জেট শাড়ি, উন্নতমানের লেহেঙ্গা ৬০ পিস, চা পাতা ৪৮০ কেজি, সিগারেট ৬০০ প্যাকেট, উন্নতমানের কম্বল ২২ পিস, কাশমেরী চিলি পাউডার-১২৮ প্যাকেট ও ৪৫০ পিস কালারমিক্সড সফটজেল জব্দ করা হয়।

এসব পণ্য আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়া চলছে।