সুনামগঞ্জে "সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়নে সামাজিক নিরীক্ষা" বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সুনামগঞ্জের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নাগরিকতা প্রকল্পের উদ্যোগে এবং এ্যাফরটস ফর রুরাল এ্যাডভান্সমেন্ট (ইরা)-এর সহযোগিতায় এই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ইরা'র নির্বাহী পরিচালক ডা. সাইকী ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরিকতা প্রকল্পের সমন্বয়ক ড. দ্বিজেন মল্লিক, সিপিডি'র মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন এসোসিয়েট মো. জাওয়াদুল করিম, প্রকল্পের পরামর্শক মো. মোজাহিদুল ইসলাম, ইরা'র প্রোগ্রাম অফিসার মো. কামরুজ্জামান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন নাগরিকতা প্রকল্পের সুনামগঞ্জ সমন্বয়ক তৃপ্তি দে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সুনামগঞ্জের ৪টি উপজেলা থেকে আগত ৮০ জন অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের ৪টি দলে বিভক্ত করে প্রশিক্ষণ দেওয়া হয়।




Comments