Image description

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার কোনো ‘মাইনাস ফোর’ ফর্মুলায় বিশ্বাস করে না। এটি একটি দুষ্টচক্রের ছড়ানো ফালতু কথা মাত্র। সরকার কাউকে মাইনাস করেনি, বরং যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা নিজেরাই রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছে।

শুক্রবার সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “বেগম খালেদা জিয়া এখন আর নির্দিষ্ট কোনো দলের নন, তিনি আমাদের ন্যাশনাল লিডার, জনগণের লিডার।”

আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে তিনি স্পষ্ট করেন, “যেসব দল নিষিদ্ধ হয়েছে, তারা বাদে সবাই নির্বাচনে অংশ নিতে পারবে। জাতীয় পার্টি নিষিদ্ধ নয়, তারা চাইলে নির্বাচন করতে পারে। তবে তারা যে স্বৈরাচারের বড় দোসর ছিল এবং তাদের সহযোগিতাতেই আওয়ামী লীগ অপকর্ম করে পার পেয়েছে—এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ও পলাতক আসামিদের বিষয়ে শফিকুল আলম বলেন, “ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। আমাদের হাতে নির্বাচনের আগে আর মাত্র ৭০ দিনের মতো সময় আছে। আমরা চাই, দেশীয় ও আন্তর্জাতিক নিয়ম মেনে তাদের ফিরিয়ে এনে এই সময়ের মধ্যেই রায় কার্যকর করতে। আর আমরা ব্যর্থ হলে পরবর্তী প্রজন্ম সেই দায়িত্ব পালন করবে।”

মাগুরা জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির ও পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন।