দেশের সর্বউত্তরের জেলা ‘হিমালয় কন্যা’ পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। টানা তিন দিন ধরে এই অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে, আর তাপমাত্রা ওঠানামা করছে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। হিমালয় থেকে আসা উত্তর-পশ্চিমের হিমেল বাতাসে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। তবে সকালের আকাশ থাকছে কুয়াশামুক্ত; দেখা মিলছে ঝলমলে রোদের।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।
আবহাওয়া অফিসের তথ্যমতে, গত কয়েক দিন ধরেই তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নিম্নমুখী। বিশেষ করে গত তিন দিন ধরে রাতের তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি, শুক্রবার (১২ ডিসেম্বর) ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি এবং আজ শনিবারও (১৩ ডিসেম্বর) ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে সপ্তাহের শুরুতে তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে থাকলেও সপ্তাহ শেষে তা ৯-এর ঘরে নেমে এসেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত ৩ দিন ধরে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে জেলার উপর দিয়ে। তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন নেই। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও নিচে নামতে পারে। ডিসেম্বরের শেষ দিকে শীত একেবারে জেঁকে বসবে, পাশাপাশি দিনের তাপমাত্রাও ধীরে ধীরে নামবে।




Comments