Image description

শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মাদারীপুরের রাজৈরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় সচেতন নাগরিক সমাজ, রাজৈর, মাদারীপুরের উদ্যোগে রাজৈর পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে পুরো এলাকা নানা প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা হামলার ঘটনার বিচার দাবি করে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

প্রতিবাদ সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন মাওলানা মাহামুদুল্লা ফাহামি। এতে বক্তব্য রাখেন; মাওলানা নুরুজ্জামান নোমানী, মাওলানা ইমরান হোসেন ফরিদি, মাওলানা মাহাবুবুর রহমান, মাওলানা শরীয়তউল্লাহ সাদনান এবং মাওলানা ওমর ফারুক।

বক্তারা বলেন, এই হামলা কেবল একজন ব্যক্তিকে লক্ষ্য করে নয়; এটি ন্যায়, সত্য ও প্রতিবাদের কণ্ঠরোধের অপচেষ্টা। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।