গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ ভূয়া র্যাব পরিচয়ে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় আজ ভোরে একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে রনি আন্তনী রোজারিও মিরের বাজার ডাচ-বাংলা ব্যাংক থেকে অফিসিয়াল কাজের জন্য ৩ লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে ইজিবাইকে করে বাড়ি ফেরার পথে দুপুর ১২টা ৩৫ মিনিটে টঙ্গী–কালীগঞ্জ মহাসড়কের পূবাইল বাজারগামী সড়কের মাথায় একটি নোয়া প্রাইভেটকার তার গতিরোধ করে।
এ সময় গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের র্যাব পরিচয় দিয়ে ওয়ারেন্টের ভয় দেখিয়ে তাকে হাতকড়া পরিয়ে মারধর করে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। পরে চোখ-মুখ বেঁধে মারধর করে তার কাছে থাকা ৩ লাখ টাকা, একটি মানিব্যাগ ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। এরপর পূর্বাচলের ২২ নম্বর সেক্টর এলাকায় তাকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী পূবাইল থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টা দিকে পূবাইল থানাধীন হায়দরাবাদ চৌরাস্তা এলাকা থেকে মামলার ঘটনায় জড়িত মো. দেলোয়ার হোসেন (৪২) কে গ্রেপ্তার করা হয়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।




Comments