কাজিপুরে নাশকতা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় নাশকতার মামলায় আবদুর রাজ্জাক রাজমহর (মো. আবদুর রাজ্জাক) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চরের মনসুরনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবদুর রাজ্জাক মনসুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কাজিপুর থানা পুলিশ জানায়, সরকারি স্থাপনা ও সম্পদ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে মামলা চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
ওসির বক্তব্য কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, “মনসুরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক রাজমহরের বিরুদ্ধে নাশকতার মামলা ছিল। শনিবার গ্রেপ্তারের পর তাকে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।”
গ্রেপ্তারের পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে পুলিশ বলছে, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।




Comments