Image description

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের বোরো ফসল রক্ষায় হাওরের বাঁধ নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সংশোধিত কাবিটা নীতিমালা-২০২৩ এর আলোকে সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার বালিজুরি ইউনিয়নের আঙ্গুরউলি হাওরের ডুবন্ত বাঁধের ভাঙা অংশ মেরামতের মাধ্যমে এ কাজের সূচনা হয়।

তাহিরপুর উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঢাকার অতিরিক্ত মহাপরিচালক মো. মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুবুর রহমান বলেন, ‘দেশের সকল জেলার মধ্যে সুনামগঞ্জ জেলাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এ কারণে অন্য জেলার তুলনায় এখানে টেকনিক্যাল সাপোর্টও বেশি দেওয়া হয়।’

তিনি ঠিকাদার ও পিআইসিদের উদ্দেশে বলেন, ‘আমরা আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যেই বাঁধের কাজ সম্পূর্ণ হবে। নীতিমালা অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হলে মার্চ মাসের মধ্যেই সমস্ত বিল পরিশোধ করা হবে।’

তাহিরপুর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাউবো সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ কাইছার আলম, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক রোকন উদ্দিন ও সদর ইউনিয়নের সদস্য তোজাম্মিল হক নাসরুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বালিজুরি ইউনিয়নের আঙ্গুরউলি হাওর উপ-প্রকল্পের আওতায় ১.১৫ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার কাজের মাধ্যমে এই মৌসুমের কার্যক্রম শুরু হলো।