Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সকল ধরনের নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের কথা থাকলেও গাজীপুর মহানগরীর বিভিন্ন নির্বাচনী এলাকায় এখনো পোস্টার, ব্যানার ও ফেস্টুন ঝুলে থাকতে দেখা গেছে।

নির্দেশনা অনুযায়ী গত ১৩ তারিখ সকাল ৬টার মধ্যে নির্বাচনী এলাকা থেকে সব ধরনের প্রচার সামগ্রী সরিয়ে নেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিভিন্ন দলের প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের প্রচারণার উপকরণ এখনো দৃশ্যমান রয়েছে।

সোমবার গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চল-২ এর আওতাধীন পূবাইল এলাকার বিভিন্ন সড়ক, ব্রিজের পিলার, বিদ্যুৎ খুঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখা যায় বহু জায়গায় দেয়াল ও খুঁটি জুড়ে নির্বাচনী পোস্টার ও ব্যানারে ছেয়ে আছে এলাকা।

গাজীপুর সিটি করপোরেশন সূত্রে জানা যায়, এ বিষয়ে আগেই প্রার্থীদের লিখিত চিঠি প্রদান ও মাইকিংয়ের মাধ্যমে অবহিত করা হয়েছিল, যাতে ১৩ তারিখ সকাল ৬টার মধ্যে নিজ নিজ প্রচার সামগ্রী অপসারণ করা হয়। তবে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও অনেকেই তা মানছেনা।

এ প্রসঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন মানবকণ্ঠকে বলেন,যারা প্রার্থী রয়েছেন তাদের সবাইকে জানানো হয়েছে যেন নিজ নিজ পোস্টার ও ব্যানার সরিয়ে ফেলেন। অনেকে অনেকটা সরিয়েছেন, তবে যেগুলো এখনো সরাননি হয়নি নগর ভবনের গাড়ি পাঠিয়ে অবশিষ্ট পোস্টার–ব্যানার অপসারণ করা হচ্ছে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নির্ধারিত সময়ের পর প্রচার সামগ্রী অপসারণ না করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।