Image description

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন বৃহত্তর বাজার চাতরী চৌমুহনীর শতাধিক ব্যবসায়ীরা। সিইউএফএলের জমিতে আশ্রিত থাকা বিভিন্ন প্রায় শতাধিক ব্যবসায়ী পুনর্বাসনের দাবিতে মিছিল ও মানববন্ধন করে।

সোমবার দুপুরে চাতরী চৌমুহনী সিইউএফএল সড়কে বৃহত্তর চাতরী চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির ব্যানারে পুনর্বাসনের দাবিতে মিছিল ও মানববন্ধন তারা।

মানববন্ধন অংশগ্রহণকারী ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে সিইউএফএল সড়কের পাশে তারা বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। হঠাৎ করে উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ায় শতশত ব্যবসায়ী পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।পুনর্বাসনের কোনো সুস্পষ্ট পরিকল্পনা ছাড়াই উচ্ছেদ চালানো হলে তাদের জীবিকা নির্বাহ মারাত্মকভাবে ব্যাহৃত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চাতরী চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম (মেম্বার), সাধারণ সম্পাদক মাকসুদুর রশিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক নাসির উদ্দিন, ব্যবসায়ী নেতা শামসুদ্দিন, আখতারুজ্জামান, নাজিম উদ্দিন শাহ্, মো. কাসেম সওদাগর, মো. আকবর, জামাল সওদাগর, মো. সুমন প্রমূখ।

এসময় বক্তারা উন্নয়নের নামে ব্যবসায়ীদের উচ্ছেদ করা হলেও তাদের পুনর্বাসনের বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে বলেও জানান। তারা অবিলম্বে উচ্ছেদ কার্যক্রম স্থগিত করে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য পুনর্বাসন ব্যবস্থা নিশ্চিত করার দাবিও জানান। অন্যথায় ব্যবসায়ীরা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন।