Image description

উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মাঠজুড়ে এখন হলুদের সমারোহ। দিগন্তজোড়া সরিষা ক্ষেতগুলো যেন প্রকৃতির এক অপূর্ব হলুদ গালিচা। শীতের আমেজ আর সকালের নরম রোদে এই দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। বিকেলের সোনালি আলোয় সরিষাক্ষেত হয়ে উঠছে আরও মনোমুগ্ধকর।

ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে এ উপজেলায় ৩ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন মাঠে এখন উৎসবমুখর পরিবেশ। পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির রূপ উপভোগ করতে আসছেন অনেকেই। শিশুদের উচ্ছ্বাস আর তরুণ-তরুণীদের সেলফি তোলার হুল্লোড়ে মুখরিত ফসলের মাঠ। সরিষা ফুলের মৌ-মৌ গন্ধে মাতোয়ারা দর্শনার্থীরা।

স্থানীয় কৃষক আলম মিয়া, মনছুর আলী ও কাদের মিয়া জানান, এবার তারা আগাম জাতের সরিষা চাষ করেছেন। ক্ষেতে ফুল ফুটেছে এবং ফলনও ভালো হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারা বলেন, ‘সরিষা ফুল দেখতে অনেকেই আসছেন, ছবি তুলছেন। দর্শনার্থীদের আনন্দ দেখে আমাদেরও ভালো লাগছে। আশা করি এবার ভালো লাভবান হব।’

সরিষা ক্ষেতে ঘুরতে আসা দর্শনার্থী মিলন মিয়া, রোকন মিয়া, মুন্নি আক্তার ও জিহাদ বলেন, ‘মাঠজুড়ে হলুদ রঙের খেলা দেখতে আমাদের খুব ভালো লাগে। তাই বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছি। ফুলের গন্ধে মন ভালো হয়ে যায়। এখানে এসে ছবি ও সেলফি তুলে সময়টা দারুণ উপভোগ করলাম।’

ফুল ও প্রকৃতিপ্রেমী কবি আজিজুল হাকিম মন্ডল বলেন, ‘শীতের আগমনে প্রকৃতিপ্রেমীরা যেন হলুদ গালিচায় হারিয়ে যাচ্ছেন। কেউ হলুদ রঙের সাথে ছবি তুলছেন, কেউবা কবিতা লিখছেন। এ যেন এক অপূর্ব সৃষ্টি, যা যান্ত্রিক জীবনে প্রশান্তি এনে দেয়।’