সাতকানিয়ায় পাচারের সময় চোলাই মদ পুড়িয়ে দিলো ক্ষুব্ধ জনতা
চট্টগ্রামের সাতকানিয়ায় মদ পাচারের সময় গাড়ীসহ আটক করে চোলাই মদ জ্বালিয়ে দিয়েছে স্থানীয়রা। রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বান্দরবান থেকে চট্টগ্রাম নগরীর দিকে নেওয়ার সময় বিপুল পরিমাণ চোলাই মদের একটি চালান সাতকানিয়া কেরানিহাট এসে পৌঁছালে ট্রাকটি আটক করে স্থানীয় জনতা। এরপর ট্রাক থেকে চোলাই মদভর্তি বস্তাগুলো নামিয়ে আগুন দেওয়া হয়।
এদিকে মদ পুড়িয়ে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে,যেখানে দেখা যায় কয়েক ব্যক্তি ট্রাক থেকে বস্তাগুলো নামিয়ে মহাসড়কের ওপর রেখে চোলাই মদভর্তি পলিথিনে আগুন দিচ্ছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় চার হাজার লিটার চোলাই মদ পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ট্রাকে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। এঘটনায় ঘটনাস্থলে সাময়িক উত্তেজনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি থানায় নিয়ে এসেছে। ট্রাকে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।




Comments