বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের উদ্যোগে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা রেড ক্রিসেন্ট কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে কম্বল তুলে দেন রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারি ও জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, ইউনিটের সদস্য আসাদুজ্জামান খান রিনো, আলিফ সিদ্দিকী প্রান্তর ও সৈয়দ মেহেদী হাসান আশিক।
ইউনিট লেভেল কর্মকর্তা ফজলুল করিম জানান, এদিন ৪০০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে একটি করে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমে যুব ইউনিটের সহ-প্রধান ইসমাইল হোসেনসহ ইউনিটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।




Comments