ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির আকস্মিক মৃত্যুতে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় আজ শনিবার (২০ ডিসেম্বর) যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
২০ ডিসেম্বর (শনিবার) বিভিন্ন দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে শোকের বহিঃপ্রকাশ ঘটানো হয়।
উপজেলার স্থানীয় বাসিন্দারা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সত্যিকার দেশপ্রেমিক ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর। তাঁর অকাল প্রয়াণ দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
প্রসঙ্গগত, গতকাল ১৯ ডিসেম্বর(শুক্রবার) ওসমান হাদির নৃংশস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কেংড়াছড়ি বাজারের প্রধান সড়ক ও জোন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনঃরায় কেংড়াছড়ি বাজারে এসে এক সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এবং সমাবেশে বক্তারা অবিলম্বে ওসমান হাদির প্রকৃত খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।




Comments