ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঝালকাঠির কৃতি সন্তান শরীফ ওসমান বিন হাদির মাগফিরাত কামনায় তাঁর নিজ জেলায় গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজ শেষে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা পূর্ব সমাবেশে বক্তারা শরীফ ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সিদ্দিকুর রহমান, অফিস সম্পাদক মাহমুদ হাসান বুলবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক আল তৌফিক লিখন এবং গণঅধিকার পরিষদ ঝালকাঠি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-২ আসনের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগরসহ আরও অনেকে।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, “আমাদের রাজপথের সাহসী সহযোদ্ধা ওসমান হাদিকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই হত্যাকাণ্ডে জড়িত খুনিদের ইন্টারপোলের মাধ্যমে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্র-জনতা আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে।”
জানাজা শেষে এই নেতা ঘোষণা দেন, শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল রোববার সকাল ৯টা থেকে ঝালকাঠিতে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে গত বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।




Comments