Image description

কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশের উদ্যোগে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় নাগেশ্বরী থানা কার্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্রা অংশগ্রহণ করেন।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লা হিল জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী-ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, “পুলিশ জনগণের বন্ধু। আমরা একটি মানবিক সমাজ গঠনে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ অবদান রাখতে চাই। এজন্য সাধারণ জনগণের সহযোগিতা অপরিহার্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করাসহ মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।”

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল আলম এবং নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম। এছাড়া প্রেসক্লাব উত্তর ধরলার সভাপতি এম এস সাগর, সংবাদকর্মী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম রনজুসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুক্ত আলোচনায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার দাবি জানান। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, ইভটিজিং বন্ধ, রাতে মোটরসাইকেল নিয়ে ভবঘুরেদের আইনের আওতায় আনা, নাগেশ্বরী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ জোরদার, চাঁদাবাজি বন্ধ এবং মোবাইলে জুয়া খেলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি জোর দাবি জানান।

থানার সাব-ইন্সপেক্টর (এসআই) প্রভাত চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনগণের উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং পুলিশি সেবাকে আরও জনবান্ধব করার অঙ্গীকার ব্যক্ত করেন।