পটুয়াখালীর বাউফলে অবৈধভাবে পরিচালিত ‘পল্লী বাণিজ্য মেলায়’ অভিযান চালিয়ে ১১ দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলার ফায়ার সার্ভিস কার্যালয় সংলগ্ন যুবকের মাঠে আয়োজিত ওই মেলায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই মেলাটি আয়োজন করা হয়েছিল। পরে স্থানীয়দের অনুরোধে ২৮ ডিসেম্বর পর্যন্ত মেলা পরিচালনার মৌখিক অনুমতি দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও মেলা চালু রাখায় সোমবার দুপুরে অভিযান চালানো হয়। এ সময় নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ১১ জন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জরিমানাপ্রাপ্ত কয়েকজন দোকানি অভিযোগ করে বলেন, ‘আমরা জানতাম মেলা আজ (সোমবার) পর্যন্ত চলবে। কিন্তু হঠাৎ প্রশাসন এসে মাত্র দুই ঘণ্টার মধ্যে মালামাল সরানোর নির্দেশ দেয়। এত অল্প সময়ে মালামাল সরাতে না পারায় আমাদের জরিমানা করা হয়েছে।’
এদিকে অভিযানের সময় সংবাদ সংগ্রহে গেলে স্থানীয় কয়েকজন সাংবাদিককে মেলার আয়োজক বাউফল প্রেসক্লাবের নেতারা হুমকি-ধমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু বলেন, ‘গতকালই (রোববার) মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করে মেলা চালু রাখায় অভিযোগের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করা হয়েছে।’
মানবকণ্ঠ/ডিআর




Comments