Image description

ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে ৯৬ কেজি গাঁজাসহ মো. রাজা মোল্লা (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার গফরগাঁও-ভালুকা সড়কের ঢালী ভবনের বিপরীতে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজা মোল্লা মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাসিন্দা। তিনি কাভার্ডভ্যানটির চালক ছিলেন।

র‍্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল সোমবার রাতে ভালুকা থানাধীন গফরগাঁও-ভালুকা সড়কে চেকপোস্ট বসায়। এ সময় একটি মিনি কাভার্ডভ্যান তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাজা মোল্লা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর