কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি বসতবাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পুরোনো তাজা আর্টিলারি শেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দৌলতখালী গ্রামের অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মৃত আসমত উল্লাহর বসতবাড়ি থেকে এটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় মৃত আসমত উল্লাহর বাড়িতে পরিত্যক্ত অবস্থায় শেলটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শেলটি উদ্ধার করে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পরে স্থানীয় সেনা ক্যাম্পকে অবহিত করা হলে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে শেলটি তাদের তত্ত্বাবধানে নেয়।
আর্টিলারি শেলটি উদ্ধারের পর সম্ভাব্য ঝুঁকি এড়াতে এবং এলাকাবাসীকে সতর্ক করতে এলাকায় মাইকিং করা হয়। এতে স্থানীয়দের মধ্যে কিছুটা চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হলেও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
দৌলতপুর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত আর্টিলারি শেলটি বেশ পুরোনো হলেও এটি এখনও সক্রিয় বা 'তাজা' অবস্থায় রয়েছে। এটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর ‘বম্ব ডিসপোজাল ইউনিট’কে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দলটি পৌঁছানোর পর জনশূন্য নিরাপদ স্থানে শেলটি ধ্বংস করা হবে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, "উদ্ধার হওয়া আর্টিলারি শেলটি বর্তমানে সেনাবাহিনীর কঠোর পাহারায় ও নিরাপদ তত্ত্বাবধানে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments