পটুয়াখালীতে পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রতিবাদে ভূমিহীনদের মানববন্ধন
পটুয়াখালী শহরের স্বনির্ভর রোড এলাকার ভূমিহীন বাসিন্দাদের যথাযথ পুনর্বাসন না করে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্বনির্ভর রোড এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসরত প্রান্তিক ও অসহায় পরিবারগুলোকে কোনো প্রকার বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসন ছাড়াই উচ্ছেদের পাঁয়তারা করছে একটি মহল। তারা বলেন, কোনো প্রকার ঘোষণা ছাড়া এই ধরনের উচ্ছেদ অভিযান অত্যন্ত অমানবিক এবং ন্যায়বিচারের পরিপন্থী।
বক্তব্য প্রদানকালে মোতাহার মিয়া ও ইব্রাহীম হাওলাদার বলেন, “আমরা ভূমিহীন মানুষ। দীর্ঘদিন ধরে এই এলাকায় শান্তিতে বসবাস করছি। এখন যদি আমাদের পুনর্বাসন ছাড়া সরিয়ে দেওয়া হয়, তবে শত শত পরিবার খোলা আকাশের নিচে পড়বে। আমরা সরকারের কাছে আগে আমাদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
বক্তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে নারী ও শিশুসহ বহু মানুষ চরম মানবিক সংকটের মুখে পড়বে। তারা অবিলম্বে উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত করে ক্ষতিগ্রস্তদের জন্য স্থায়ী আবাসন বা পুনর্বাসনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানবিক দৃষ্টিভঙ্গি ও দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানবকণ্ঠ/ডিআর




Comments