ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ও পরিবারের সদস্যদের বাধার মুখে পড়ে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চরহোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। দীর্ঘক্ষণ চেষ্টার পর শেষ পর্যন্ত তাকে ছাড়াই ফিরে আসতে বাধ্য হয় পুলিশ সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতির খবর পেয়ে পরিবারের নারী সদস্যরা এবং এলাকার বেশ কিছু বাসিন্দা একজোট হয়ে পুলিশকে বাধা দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এবং বাধার মুখে শেষ পর্যন্ত পুলিশ জয়নাল আবেদীনকে আটক না করেই ফিরে যায়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, পুলিশ অভিযানে গেলেও জয়নাল আবেদীন বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তাকে রেখে আসা হয়েছে। অভিযানে থাকা পুলিশ সদস্যরা ভিডিওর মাধ্যমে তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন বলে তিনি দাবি করেন।
তবে জয়নাল আবেদীনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা রয়েছে কি না এবং তার অসুস্থতার বিষয়টি কতটুকু গুরুতর, সে বিষয়ে ওসির পক্ষ থেকে কোনো সন্তোষজনক বা স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
মানবকণ্ঠ/ডিআর




Comments