কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় আশিক চৌধুরী (২০) নামে গ্রামীণফোনের এক বিক্রয়কর্মী নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর ভাঙা বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক চৌধুরী উপজেলার আমলা সদরপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মোহর আলী চৌধুরীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কর্মস্থল থেকে কাজ শেষ করে রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আশিক। পথিমধ্যে মিরপুর ভাঙা বটতলা এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ভাই তুহিন চৌধুরী বলেন, ‘আমার ভাই গ্রামীণফোনে চাকরি করত। রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় সে মারা গেছে। আমরা ফেসবুকের মাধ্যমে খবর পাই যে আমার ভাই রাস্তায় মরে পড়ে আছে। পরে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি।’
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহটি মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের বাবা ও পরিবারের সদস্যরা বর্তমানে থানায় অবস্থান করছেন। তাদের সঙ্গে আলোচনা করে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




Comments