Image description

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়াকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি৷ 

সোমবার (৫ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান আজমিরীগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক সায়েদুর রহমান স্বাক্ষরিত নোটিশে তাকে শোকজ করা হয়৷ 

নোটিশে নির্দিষ্ট অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না—তা নির্ধারিত সময়ের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। ৭ জানুয়ারী হবিগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণ বিধিমালার কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগ উঠায় এই শোকজ দেওয়া হয়েছে ড.রেজা কিবরিয়াকে৷আগামী ১৪ জানুয়ারির মধ্যে তাকে অভিযোগের লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নোটিশে বলা হয়েছে।