সন্দ্বীপে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা আয়োজনে তাঁর নিজ বাড়িতে সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ইউনিয়নে ওনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের। দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোশাররফ হোসেন দিদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজমত আলী বাহাদুর, জাহাঙ্গীর হোসেন, মাস্টার আবুল কাসেম, আব্দুল ওহাব কবির চেয়ারম্যান, গাজী মো. হানিফ, পাশা সুজন, কাজী আলমগীর, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক নাজিমউদ্দীন কমিশনার, উপজেলা যুবদলের আহবায়ক মো. নিঝুম খান, সদস্য সচিব এম এ আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহরিয়ার আলম সজিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিউল আজম শামু, সদস্য সচিব শাহাদাত হোসেন, ওলামা দলের আহবায়ক মুফতি ফয়জুল্লাহ, সদস্য সচিব হাফেজ শিবলী নোমানী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুদ্দিন শিমুল, উপজেলা মহিলা দলের সভাপতি খেলনা মেম্বার ও সাধারণ সম্পাদক পারভীন আক্তারসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও সন্দ্বীপের ১৫টি ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।




Comments