চাঁদপুরের কচুয়ায় গভীর মমতা ও ভালোবাসার এক বিরল ও হৃদয়বিদারক দৃষ্টান্ত স্থাপন করে মাত্র ১১ ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমালেন এক দম্পতি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামে এই ঘটনা ঘটে। স্বামী-স্ত্রীর এমন সমান্তরাল মৃত্যুতে ওই এলাকার ‘কাদির খলিফা বাড়িতে’ এখন শোকের মাতম চলছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মনপুরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাফর মিয়া (৬২) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। প্রিয়তম স্বামীর দাফন সম্পন্ন হওয়ার রেশ কাটতে না কাটতেই বিকেলে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন স্ত্রী হাফেজা বেগম (৫৭)।
দ্রুত অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্বামীর মৃত্যুর মাত্র ১১ ঘণ্টার মাথায় স্ত্রীর এই প্রয়াণে পরিবার ও এলাকাবাসীর মধ্যে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়েছে।
মৃত এই দম্পতি মৃত্যুকালে ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও মা উভয়কে হারিয়ে সন্তানেরা এখন দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন বলেন, "জাফর মিয়া ও হাফেজা বেগমের মধ্যে দীর্ঘদিনের গভীর আত্মিক বন্ধন ছিল। তাদের এই সমান্তরাল মৃত্যু সেই ভালোবাসারই এক করুণ প্রতিফলন। পুরো গ্রাম আজ স্তব্ধ হয়ে আছে।"
একই দিনে স্বামী ও স্ত্রীর এমন মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে মনপুরা গ্রামসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে। শোকসন্তপ্ত পরিবারটিকে সান্ত্বনা দিতে কাদির খলিফা বাড়িতে ভিড় করছেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments