Image description

চট্টগ্রামের লোহাগাড়ায় নিজ বাড়ির পুরোনো পাকা দেয়াল ভাঙার সময় সেটি গায়ের ওপর ধসে পড়ে মোহাম্মদ খালেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার চুনতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শামশু হাজী পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ খালেদ ওই এলাকার আবদুল মন্নানের ছেলে। তিনি পেশায় স্থানীয় একটি ওয়ালটন শোরুমে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে খালেদ বাড়ির সংস্কার কাজের অংশ হিসেবে নিজ উদ্যোগে পুরোনো একটি পাকা দেয়াল ভাঙছিলেন। কাজ চলাকালীন হঠাৎ করে বিশাল দেয়ালটি ধসে তাঁর শরীরের ওপর পড়ে। এতে তিনি দেয়ালের নিচে চাপা পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চুনতি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আ ফ ম জিয়াউল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনাটি অসাবধানতাবশত দুর্ঘটনাজনিত কারণে ঘটেছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর