Image description

পটুয়াখালীর বাউফলে একটি রাইস মিলের সিসি ক্যামেরা চুরি এবং পরবর্তীতে ওই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বিজন রায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা বাজার সংলগ্ন ‘মৌমিতা রাইস মিল’-এর মালিক বিজন রায় দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার মিলের বাইরে থাকা ৪টি সিসি ক্যামেরা চুরি করে নিয়ে যায়, যার বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।

ভুক্তভোগী বিজন রায় অভিযোগ করেন, সিসি ক্যামেরা চুরির পর থেকে বিভিন্ন নম্বর থেকে তাকে ফোন করে গালিগালাজ ও ৫ লাখ টাকা চাঁদাসহ দুটি মোটরসাইকেল দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে তাকে সপরিবারে দেশত্যাগের হুমকি দেওয়া হচ্ছে। তিনি নির্দিষ্ট করে ছাত্রদল নেতা হুজাইফার বিরুদ্ধে এই চাঁদা দাবি ও হুমকির অভিযোগ তোলেন। প্রাণের ভয়ে বর্তমানে তিনি বাড়িতে থাকতে পারছেন না এবং তার ব্যবসা প্রতিষ্ঠানটিও সাময়িকভাবে বন্ধ রেখেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে হুজাইফা বলেন, ‘আমি ঢাকায় থেকে পড়াশোনা করি। গ্রামের কোনো বিষয়ে আমি জড়িত নই। আমার বিরুদ্ধে আনা চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এটি মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আওয়ামী লীগের কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, ‘ব্যবসায়ী বিজন রায়ের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মানবকণ্ঠ/ডিআর