খুলনা নগরীর ৬ নম্বর ঘাট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব নদে নোঙর করা দুটি জাহাজের মাঝখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ‘এমভি তাওছীফ আয়মান–২’ ও ‘এমভি ক্রাউন–৩’ নামের দুটি লাইটার ভেসেলের (জাহাজ) মাঝখানে মরদেহটি ভাসতে দেখা যায়। এমভি তাওছীফের সুকানি মিলন ঘোষ নদী থেকে পানি তুলতে গিয়ে প্রথমে লাশটি দেখতে পান।
পরে স্থানীয়রা খুলনা সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নৌ-পুলিশকে অবহিত করে। খবর পাওয়ার প্রায় দুই ঘণ্টা পর নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে।
নৌ-পুলিশ সদর থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার বলেন, খবর পেয়ে সত্যতা নিশ্চিত করার পর জরুরি টিম ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। লাশটির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।




Comments