টাঙ্গাইলের সখিপুরে ব্যাটারিচালিত অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুহিন (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সখিপুর-সাগরদীঘি সড়কের কচুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন ঘাটাইল উপজেলার জোড়দীঘি গ্রামের প্রবাসী মাসুদ রানার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তুহিন মোটরসাইকেল যোগে নিজ গ্রাম জোড়দীঘি থেকে সখিপুরের দিকে আসছিল। পথে সখিপুরের কচুয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তুহিন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া যানবাহনগুলো চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments