Image description

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সুনামগঞ্জের ছাতকে এলজিইডি’র বাস্তবায়নাধীন সড়ক উন্নয়ন প্রকল্প এবং ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শন করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে তিনি এসব প্রকল্প এলাকা পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন “ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন” প্রকল্পের আওতায় ছাতক-কাটাখালী (RHD) ভায়া দোয়ারাবাজার সড়ক উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি কাজের মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন।

সড়ক পরিদর্শন শেষে উপদেষ্টা আদিলুর রহমান খান দেশের প্রাচীনতম রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড (সিসিসিএল) পরিদর্শন করেন। তিনি কারখানার উৎপাদন কার্যক্রম দেখার পাশাপাশি ‘ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরকরণ’ প্রকল্পের কাজের অগ্রগতি ঘুরে দেখেন।

সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা বলেন, “আধুনিক প্রযুক্তির ব্যবহার ও জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে টেকসই ও লাভজনক করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।”

পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডি ও ছাতক সিমেন্ট কারখানার পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর