চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম কারাগারের হাজতি আ. লীগ নেতার মৃত্যু
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের অধীনে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান মিয়া (৭০) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ২৪নং ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদ আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
মৃত আব্দুর রহমান মিয়া নগরীর ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ মুহুরী পাড়ার সিপাহী বাড়ির মৃত জইন উদ্দিন দরফ আলীর ছেলে। তিনি কোতোয়ালী থানার একটি বিস্ফোরক মামলায় (মামলা নং- ৪৯ (০৯)২৪) হাজতি হিসেবে আটক ছিলেন।
কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর ২০২৫ সালে আব্দুর রহমান মিয়া হাজতি হিসেবে কারাগারে প্রবেশ করেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৪ ডিসেম্বর তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ভর্তি করেন।
হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা শেষে গত ১৮ জানুয়ারি তাকে পুনরায় কারাগারে পাঠানো হলেও ছাড়পত্রের রিপোর্ট অনুযায়ী তার ফুসফুসের ক্যান্সার মস্তিষ্কে ছড়িয়ে পড়েছিল (Carcinoma lung with brain metastasis)। এছাড়া তিনি উচ্চ রক্তচাপসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে গত ২৬ জানুয়ারি তাকে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই হাজতি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments