রাজবাড়ীর গোয়ালন্দে হিটস্ট্রোকে মো. নুর ইসলাম মাস্টার (৭৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে। আজ বুধবার (২৪ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ নুর ইসলাম মাস্টার স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। মঙ্গলবার বেলা ১০টার দিকে প্রচন্ড গরমে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন দ্রুত এগিয়ে এসে প্রথমে তাঁর মাথায় পানি ঢালেন। পরে মারাত্মক অসুস্থ অবস্থায় তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরু করার কিছুক্ষনে মধ্যে বেলা ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রোকনুজ্জামান হিটস্ট্রোকের কারণে অবসরপ্রাপ্ত ওই বৃদ্ধ শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মানবকণ্ঠ/এফআই
Comments