বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে বাস চাপায় জামায়াতের এক নেতা নিহত হয়েছে। নিহত ইউনুস বিশ্বাস জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা সেক্রেটারি ছিলেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অন্তরা পরিবহন বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইউনুস বিশ্বাস নিহত হন। পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনুস বিশ্বাস মোটরসাইকেলযোগে বরিশাল থেকে বাউফলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অন্তরা পরিবহন বাসটি তাকে চাপা দেয়। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি কিছু দূরে থামিয়ে চালক পালিয়ে যায়। বাসটি বর্তমানে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে অবস্থান করছে।
Comments