Image description

কুষ্টিয়ায় মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হাসানপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিফায়েতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে একটি মাছের ঘের নিয়ন্ত্রণ করে আসছিলেন ওই ইউনিয়নের ইউপি মেম্বার জাহাঙ্গীর হোসেন ও তার লোকজন। এ নিয়ে বেশ কিছুদিন ধরে জাহাঙ্গীর হোসেন ও তার লোকজনের সঙ্গে বিরোধ চলে আসছিল স্থানীয়দের।

এদিকে ৮ জানুয়ারি ওই গ্রামের আলাল হোসেন নামে এক ব্যক্তি মাছের ঘেরে তার জমি রয়েছে দাবি করে ঘেরে বাঁধ দেয়ার চেষ্টা করেন। এতে বাধা দেন জাহাঙ্গীরের লোকজন। এ নিয়ে ৯ জানুয়ারি ওই মাছের ঘেরে আসারত নামে একজন জমিতে পানি দিতে গেলে জাহাঙ্গীরের লোকজন তাকেও বাধা দেয়। এর জের ধরে শুক্রবার সকালে আসারত ও আলাল হোসেনের লোকজন জাহাঙ্গীর হোসেনের বাড়িতে কয়েকশ’ লোকজন লাঠি, দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দুই পক্ষের সংঘর্ষে দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মজনু, তার ভাই হাবিব, জাহাঙ্গীর মেম্বারসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে হাসানপুর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তবে এ ঘটনায় কোনো পক্ষ থেকে অভিযোগ আসেনি।

মানবকণ্ঠ/এসআর