দিনাজপুরের বীরগঞ্জে ৩৯৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে নীলফামারী র্যাব-১৩। এসময় মূর্তি পাচারের অভিযোগে আক্কাস আলী নামে একজনকে গ্রেপ্তারও করা হয়। মূর্তিটির আনুমানিক মূল্য ৩ কোটি ৯৫ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। বুধবার বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর মূর্তি উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক আক্কাস আলী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জনাহার এলাকার মৃত আবেদ আলীর ছেলে। তিনি শতগ্রাম ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার এলাকার কৃষক মৃত ছমির আলীর ছেলে গোলাম মোর্শেদের বাড়ির গোয়াল ঘরের পিছনে গর্তে পাটি দিয়ে মোড়ানো ৩৯৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তি মাটি খুড়ে উদ্ধার করা হয়। কোটি টাকা মূল্যের ওই বিষ্ণু মূর্তি চোরাচালানের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র নিয়ে এসে লুকিয়ে রেখেছিল বলেও জানান তারা।
ওসি আব্দুল গফুর জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে সিপিসি-২ নীলফামারীর মেজর ইসতিয়াকের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় এই মূর্তি উদ্ধার করা হয়। ৩৯৫ কেজি ওজনের মূর্তিসহ র্যাব একজনকে গ্রেপ্তারের পর বীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এই ঘটনায় র্যাব সদস্য আব্দুল্লাহ আল মাসুদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
র্যাব জানায়, এই ঘটনায় একজন পলাতক রয়েছে। গ্রেফতার আসামি দীর্ঘদিন যাবত মূর্তি ব্যবসায় জড়িত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মূর্তি চোরাচালান করে আসছেন।
মানবকণ্ঠ/এসআর
Comments