
বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাব মোল্লাহাটের অফিস কক্ষে কেক কেটে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান (দৈনিক যায়যায়দিন, দৈনিক আমার দেশ), সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক (এশিয়ান টিভি, দৈনিক কালবেলা), সহ-সভাপতি মনির মোল্লা (দৈনিক অনির্বান), সাংবাদিক মাহমুদুল হক (দৈনিক খুলনার সময়) এবং আশিকুল ইসলাম (দৈনিক মানব কণ্ঠ) শেখ নিরুজ্জামান।
এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম মিয়া, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম মিয়া, স্থানীয় বিশিষ্টজন আল হাফিজ, শরীফ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ বাণীতে প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান বলেন, “মানবকণ্ঠ প্রতিষ্ঠালগ্ন থেকে গণমানুষের কথা তুলে ধরছে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও এই পত্রিকা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকের আস্থা ধরে রাখবে।”
প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক বলেন, “মানবকণ্ঠের ১৪ বছরের পথচলা সাংবাদিকতার অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা চাই পত্রিকাটি নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে আরও এগিয়ে যাক।”
মানবকণ্ঠ প্রতিনিধি আশিকুল ইসলাম বলেন, “মানবকণ্ঠ আমার কর্মজীবনের একটি বড় পরিচয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পাঠকের আস্থা অটুট রাখতে আমরা সত্য ও সাহসী সাংবাদিকতা অব্যাহত রাখব।”
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম মিয়া বলেন, “মানবকণ্ঠ বরাবরই জনস্বার্থের সংবাদ প্রকাশ করে আসছে। পত্রিকার কলম যেন সব সময়ই নির্যাতিত ও বঞ্চিত মানুষের পক্ষে শক্তিশালী ভূমিকা রাখে।”
সাবেক উপজেলা যুবদল সহ-সভাপতি আমিনুল ইসলাম মিয়া বলেন, “মানবকণ্ঠের সাংবাদিকরা ঝুঁকি নিয়ে মাঠে কাজ করেন। তাঁদের এই প্রচেষ্টা সমাজে সত্য প্রকাশে বিরাট ভূমিকা রাখছে। আমি চাই পত্রিকাটি আরও জনপ্রিয় হোক।”
অনুষ্ঠানে বক্তারা মানবকণ্ঠের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
Comments