Image description

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণভাবে উদযাপন ও আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে বরিশালের বাকেরগঞ্জে একটি প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, “ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেউ যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে প্রশাসনকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।”

এবার উপজেলায় মোট ৭৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। সভায় পূজা উদযাপনের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, বরিশাল সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার মো. শাহজালাল, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহীন), উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, বাকেরগঞ্জ ইসলামী আন্দোলনের সভাপতি রোকন ডাকুয়া, জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সদস্য আলামিন মৃধা, ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আরিফুর রহমান এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এছাড়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সুনীল কুমার দাস (জন্টু), বাকেরগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু শংকর শীল, সাধারণ সম্পাদক বাবু পংকজ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব মিত্রসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সদস্যরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা আয়োজনের জন্য সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।