লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি: কৃষকের অভিযোগ, তদন্তে কৃষি বিভাগ

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারে অতিরিক্ত দামে বিএডিসি ডিএপি সার বিক্রির অভিযোগ উঠেছে মেসার্স এম এ ট্রেডার্সের মালিক আলমগীর হোসেনের বিরুদ্ধে। পূর্ব সিংহগ্রামের কৃষক আনাই মিয়া জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে, প্রতি বস্তা ১৬০০ টাকায় সার বিক্রি করা হচ্ছে।
আনাই মিয়া বলেন, তিনি ১০ বস্তা সার কিনতে গেলে আলমগীর প্রতি বস্তা ১ হাজার ৫০০ টাকায়ও বিক্রি করতে রাজি হননি। অভিযুক্ত আলমগীর হোসেন দাবি করেন, ডিলারশিপে সারের স্টক না থাকায় তিনি সিলেট থেকে প্রতি বস্তা ১ হাজার ৫৫০ টাকায় কিনে এনে ১৬০০ টাকায় বিক্রি করছেন। তিনি আরও জানান, কৃষি কর্মকর্তার নির্দেশেই তিনি এই দামে সার বিক্রি করছেন।
লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা শাহেদুল ইসলাম জানান, বিএডিসি ডিএপি সার প্রতি বস্তা ১০৫০ টাকার বেশি দামে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। তিনি বলেন, “আনাই মিয়ার অভিযোগের বিষয়টি জানা আছে। রবিবার তাকে ১০৫০ টাকা দরে ১০ বস্তা সার দেওয়া হবে। আলমগীর হোসেনের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
কৃষি কর্মকর্তার এই আশ্বাসে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয় কৃষকরা আশা করছেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং সরকার নির্ধারিত মূল্যে সার পাওয়া যাবে।
Comments