
মাদারীপুরের ডাসার উপজেলার আটিপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে হাফিজুল (৮) ও হামজা (৫) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বালিগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতরা ওই এলাকার নাঈম মল্লিকের ছেলে।
পুলিশ ও স্বজনদের তথ্যমতে, বিকেলে বাড়ির উঠানে খেলতে গিয়ে দুই ভাই অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে যায়। পানিতে তলিয়ে যাওয়ায় তারা আর উঠতে পারেনি। রাত ৮টার দিকে স্থানীয়রা তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের আত্মীয় শাওন হাওলাদার বলেন, “একসঙ্গে দুই ভাইয়ের এমন মৃত্যু মেনে নেওয়া অসম্ভব। অসতর্কতার কারণে এই দুঃখজনক ঘটনা ঘটেছে। পরিবারের জন্য এটি অপূরণীয় ক্ষতি।”
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
Comments