Image description

মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী এক বৃদ্ধা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন এক নবজাতকসহ আরো ৪ জন। রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার কর্ণাপাড়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা। 

নিহত নাসিমা বেগম (৬২) ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের ইজু মিয়া শেখের স্ত্রী।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল থেকে মেয়ে লাইজু আক্তারের সিজারিয়ান অপারেশনের সেলাই কেটে ইজিবাইকযোগে ৭দিনের শিশুকে নিয়ে বাড়ি ফিরছিলেন নানী নাসিমা বেগম। মাঝপথে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসারের কর্ণপাড়া এলাকায় ইজিবাইক পৌঁছালে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। মুহুর্তেই ইজিবাইকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ৬২ বছর বয়সী নাসিমা বেগম। এ সময় আহত হয় ইজিবাইকে থাকায় শিশুসহ ৪ জন। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

নিহত নাসিমা বেগমের জামাতা (বড় মেয়ে জামাই) দুলাল মিয়া বলেন, ‘বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর কারনেই এ দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।’

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাইক্রোবাসের চালকে শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে নেয়া হবে সবধরনের আইনী ব্যবস্থা।’