সাতকানিয়ায় প্রধান সড়কের বিশাল গর্ত ভরাট করে প্রশংসায় ভাসছেন জামায়াত

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনায় প্রধান সড়কের দীর্ঘদিনের গর্তের কারণে দুর্ঘটনা দুর্ভোগের মধ্যে চলাচল করছিল যানবাহন।জামায়াত সড়কটির গর্ত ভরাট করায় স্বস্তি জনমনে ও প্রশংসায় ভাসছেন কাঞ্চনা ইউনিয়ন জামায়াত। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে সড়কটির গর্ত ভরাট করেন ইউনিয়ন জামায়াত।
টানা বৃষ্টি,ভারী যানচলাচল,পানি জমে থাকা ও সড়ক কাজে অনিয়মের ফলে কাঞ্চনা ফুলতলা থেকে পুকুরিয়া পর্যন্ত প্রধান সড়কটির জায়গায় জায়গায় গর্ত ও ভেঙ্গে যাওয়ায় চরম ভোগান্তিতে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে কাঞ্চনা সীমানার মনুফকিরহাট পর্যন্ত গর্তগুলো সংস্কার হলেও সংস্কারের ছোঁয়া না লাগায় আল হারমাইন মাদ্রাসার নিকটস্থ মোড়ে বিশাল গর্তে পরিণত হয়।কখনো গর্তে পড়ে কখনো উল্টে গিয়ে নানা দূর্ঘটনা ও ভোগান্তির মধ্যে যাতায়াত করতে হয় মানুষকে। গর্তটি কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে ভরাট করা হলেও নিমিষেই কেটে যায় দুর্ভোগ। ফলে নির্বিঘ্নে যাতায়াত করছে সাধারণ মানুষ।প্রশংসায় ভাসছেন ইউনিয়ন জামায়াত। এর আগে কয়েক ধাপে সড়কটির বিভিন্ন জায়গায় সংস্কার করে জামায়াত।অংশ নেন বিএনপিও।
কয়েকজন চালক জানান, সড়কের গর্তের কারণে বিভিন্ন সময় নানা দূর্ঘটনা ঘটছে। এমনকি গাড়ি উল্টে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন অনেক যাত্রীরা। গর্ত ভরাট হওয়ায় এখন স্বস্তিতে চলাচল করা যাচ্ছে।
একজন অটোরিক্সা চালক আবেগাপ্লুত হয়ে বলেন, এরচেয়ে ভালো কাজ হয় না। যারা করছে তাদের জন্য মন থেকে দোয়া করি। গর্তের কারণে অনেকবার আমার গাড়ি উল্টে গিয়ে আয়নাসহ বিভিন্ন জিনিস ভেঙ্গে গিয়েছিল।
পথচারীরা জানান, গর্তটি ভরাট করায় সাধারণ মানুষের অনেক উপকার হয়েছে। এভাবে সবাই এগিয়ে আসলে মানুষের দুর্ভোগ থাকবে না।
কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু তাহের বলেন, আমাদের রাজনীতি মানুষের কল্যাণের জন্য। আমরা অতীতে, বর্তমানে ও ভবিষ্যতেও আল্লাহর সন্তুষ্টির জন্য সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাব। তার ধারাবাহিকতায় আল হারমাইন মাদ্রাসার নিকটস্থ গর্তটা ভরাট করা হয়েছে।
Comments