Image description

পুঠিয়া উপজেলার বেলপুকুরে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তির (আনুমানিক ৩৫ বছর) মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে ভড়ুয়াপাড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

ঈশ্বরদী জিআরপি থানার এসআই আতিকুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ফাইভ আপ (ঢাকা মেল) ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। নিহতের পরিচয় শনাক্ত করতে পিবিআই ও সিআইডি টিম ফিঙ্গারপ্রিন্টসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।